kalerkantho


বাংলা হিলি সীমান্তে দুই কেজি সোনার বারসহ আটক ১

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি    

২৭ সেপ্টেম্বর, ২০১৬ ১৮:৪৮বাংলা হিলি সীমান্তে দুই কেজি সোনার বারসহ আটক ১

দিনাজপুরের হাকিমপুর উপজেলার বাংলা হিলি সীমান্তের অদূরে আটাপাড়া নামক স্থান থেকে দুই কেজি সোনাসহ মো. শামসুল (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। আটক সোনার মূল্য প্রায় দুই কোটি টাকা। আটক শামসুল ইসলাম জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার পূর্ব ধরঞ্জী গ্রামের মৃত শাহেব আলীর ছেলে।

জয়পুরহাট ২০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মো. মোস্তাফিজুর রহমান জানান, আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বাংলা হিলি সীমান্ত এলাকা থেকে ভারতে সোনা পাচার করা হচ্ছে- এমন খবর পায় হাকিমপুর উপজেলার বাসুদেবপুর বিজিবি ক্যাম্প। এ সময় বিজিবি বিওপির লেন্স নায়েক নুরুল ইসলামের নেতৃত্বে বিজিবির সদস্যরা আটাপাড়া রেলঘুমটিতে ওত পেতে থাকে। এর কিছুক্ষণ পর মোটরসাইকেল নিয়ে এক ব্যক্তি কাছাকাছি এলে বিজিবি সদস্যরা তাকে আটক করে জিঞ্জাসাবাদ করে। এ সময় তিনি সঙ্গে থাকা বাজারের ব্যাগে সোনা থাকার কথা স্বীকার করেন। তাৎক্ষণিকভাবে ওই ব্যাগ তল্লাশি করে দুই কেজি সোনাসহ মো. শামসুলকে আটক করে বিজিবি।


মন্তব্য