kalerkantho


ঝালকাঠিতে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত

ঝালকাঠি প্রতিনিধি    

২৭ সেপ্টেম্বর, ২০১৬ ১৭:৫৮ঝালকাঠিতে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত

নানা আয়োজনের মধ্য দিয়ে ঝালকাঠিতে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রার নেতৃত্ব দেন জেলা প্রশাসক মো. মিজানুল হক চৌধুরী। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মিজানুল হক চৌধুরী। অতিরিক্ত জেলা প্রশাসক মানিকহার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলাচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সাংবাদিক হেমায়েত উদ্দিন হিমু ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মনোয়ার হোসেন খান। অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়।

 


মন্তব্য