kalerkantho


মাদকবিরোধী অভিযানে এক নারীসহ আটক ৩

কালের কণ্ঠ অনলাইন   

২৭ সেপ্টেম্বর, ২০১৬ ১৫:৪৯মাদকবিরোধী অভিযানে এক নারীসহ আটক ৩

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকবিরোধী অভিযানে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩০ বোতল ফেনিসিডিলসহ তিন মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুর ১২টায় ফতুল্লার মাসদাইর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অটককৃতরা হলেন ফতুল্লার দেওভোগ পশ্চিম নগর এলাকার সেলিম মিয়ার স্ত্রী ফাতেমা বেগম ওরফে ফতে (৪২), পশ্চিম মাসদাইর বড় বাড়ির মৃত আলাউদ্দিনের ছেলে দিদার (৫০) ও ভোলাইল এলাকার আনোয়ার মিয়ার বাড়ির ভাড়াটিয়া আব্দুল খালেকের ছেলে পলাশ (৩২)।

ফতুল্লা মডেল থানার ওসি কামাল উদ্দিন বলেন, ফতুল্লায় মাদকবিরোধী অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার এসআই মিজানুর রহমান (২) ও এএসআই আসাদ মিয়ার নেতৃত্বে মাসদাইর এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রেতা দিদারকে আটক করা হয়।

এ সময় তার দেওয়া তথ্য মতে চিহ্নিত মাদক বিক্রেতা ফাতেমা ওরফে ফতে ও পলাশকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৮০০ পিস ইয়াবা ও ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটক মাদক বিক্রেতা দিদার ও ফতের কাছ থেকে মাদকের বড় ডিলারদের তথ্য পাওয়া গেছে। তাদের তথ্যের ভিত্তিতে মাদকের ডিলারদের আটকের চেষ্টা চলছে বলেও জানান ওসি কামাল উদ্দিন।

 


মন্তব্য