kalerkantho


দিনাজপুরে সবজির ব্যাগে স্বর্ণের বার, আটক ১

কালের কণ্ঠ অনলাইন   

২৭ সেপ্টেম্বর, ২০১৬ ১৫:৪৭দিনাজপুরে সবজির ব্যাগে স্বর্ণের বার, আটক ১

দিনাজপুরে সবজির ব্যাগে দুই কেজি স্বর্ণের বারসহ মো. শামসুল হক (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। হাকিমপুর হিলি সীমান্তের চেঁচড়া থেকে আজ মঙ্গলবার সকাল ১০টায় তাকে আটক করা হয়। আটক শামসুল হক জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার ধরন্দী গ্রামের মৃত সাহেব আলীর ছেলে।

বিজিবি হিলি বাসুদেবপুর ক্যাম্প কমান্ডার সুবেদার গোলাম মোস্তফা জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে হিলির বাসুদেবপুর ক্যাম্পের বিজিবি সদস্যরা হিলির চেঁচড়া সীমান্তে এক চোরাকারবারির মোটরসাইকেল তল্লাশি চালায়। তিনি জানান, এ সময় মোটরসাইকেলে থাকা ব্যাগে আলু, পটলসহ বিভিন্ন সবজির নিচে দুই কেজি ওজনের দুটি সোনার বার উদ্ধার করা হয়। পরে মোটরসাইকেলসহ শামসুল হককে আটক করা হয়।

বিজিবি জয়পুরহাট ব্যাটালিনের অধিনায়ক লে. কর্নেল মোস্তাফিজুর রহমান জানান, অভিনব কায়দায় কাঁচা তরকারির ভিতরে মিশিয়ে রাখা ওই ২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। প্রতিটি বারের ওজন এক কেজি। যার আনুমানিক মূল্য ১ কোটি টাকা।

 


মন্তব্য