kalerkantho


এসএসসিতে সাতটি সৃজনশীল প্রশ্ন রাখার সিদ্ধান্তের প্রতিবাদ

ফরিদপুরে শিক্ষার্থীদের মানববন্ধন ও মিছিল

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর    

২৭ সেপ্টেম্বর, ২০১৬ ১৩:০৭ফরিদপুরে শিক্ষার্থীদের মানববন্ধন ও মিছিল

আগামী এসএসসি পরীক্ষায় ছয়টির স্থলে সাতটি সৃজনশীল প্রশ্ন রাখার সিদ্ধান্তের প্রতিবাদে ফরিদপুরে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ফরিদপুর প্রেসক্লাবের সামনের মুজিব সড়কে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। এতে কয়েক শ শিক্ষার্থী অংশ নেন।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সাদিয়া ইসলাম প্রমি, ফাহমিদা মফিজ সৃষ্টি, সুমাইয়া বিনতে লামিছা, শামী সিদ্দিকী, মাহমুদ হাসান প্রমুখ। তারা বলে, আগে ছয়টি সৃজনশীল প্রশ্নের উত্তর লেখার জন্য দুই ঘণ্টা ১০ মিনিট সময় দেওয়া হত। আর এখন সাতটির উত্তরের জন্য দুই ঘণ্টা ২০ মিনিটি সময় বরাদ্দ দেওয়া হয়েছে। অর্থাৎ সাত নম্বরে প্রশ্নটির উত্তর লিখতে সময় পাওয়া যাবে মাত্র ১০ মিনিট। টেস্ট পরীক্ষার এক মাস আগে ছয়টি প্রশ্নের বদলে সাতটি প্রশ্নের উত্তর লেখার ওই সিদ্ধান্ত অযৌক্তিক। তাই অবিলম্বে এ সিদ্ধান্ত বাতিল করতে হবে।
 

 


মন্তব্য