kalerkantho


সাভারে বিদ্যুৎস্পৃষ্টে তিনজনের মৃত্যু

কালের কণ্ঠ অনলাইন   

২৭ সেপ্টেম্বর, ২০১৬ ০৯:৪৭সাভারে বিদ্যুৎস্পৃষ্টে তিনজনের মৃত্যু

সাভারের আমিনবাজারে বিদ্যুস্পৃষ্ট হয়ে ৩ শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল সোয়া ৮টায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। আমিনবাজার পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই বাসেত নিহতর বিষয়টি নিশ্চিত করেন।

নিহতরা হলেন শাহ আলম (২৮) বাড়ি গাইবান্ধা, গেলু (২৮) বাড়ি নওগাঁও ও সাইদুল (২৬) তার বাড়ি ময়মনসিংহ জেলায়। নিহতরা ডিজিটাল ব্যানারের লাইটিংয়ের কাজ করতেন।

সকালে আমিনবাজারের রশিদ ডেন্টাল ক্লিনিকের ডিজিটাল ব্যানারের লাইটিংয়ের কাজ করছিলেন। এ সময় তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

 


মন্তব্য