kalerkantho


সিলেটের বরখাস্ত মেয়র আরিফুল আইসিইউতে

কালের কণ্ঠ অনলাইন   

২৬ সেপ্টেম্বর, ২০১৬ ২০:৫৯সিলেটের বরখাস্ত মেয়র আরিফুল আইসিইউতে

সাবেক অর্থমন্ত্রী শাহ এএসএম কিবরিয়া হত্যা মামলায় কারাগারে থাকা সিলেট সিটি কর্পোরেশনের সাময়িক বরখাস্ত মেয়র আরিফুল হক চৌধুরী অসুস্থ হওয়ায় তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে(আইসিইউ) ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে সিলেট কেন্দ্রীয় কারাগারের জেল সুপার আব্দুস ছগির মিয়া জানান, সোমবার কারাগারে শারীরিক অবস্থার অবনতি হলে দুপুরে তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি আরো জানান, রবিবার রাত থেকে তার উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের সমস্যা বেড়ে যায়।

আরিফুলের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত জুরেজ আবদুল্লাহ গুলজার জানান, আরিফুলকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

প্রসঙ্গত, সাবেক অর্থমন্ত্রী শাহ এএসএম কিবরিয়া হত্যা মামলায় অভিযোগপত্র দেওয়ার পর আরিফুল হক চৌধুরীকে মেয়র পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। কিবরিয়া হত্যার ঘটনায় দুটি মামলার মধ্যে হত্যা মামলায় জামিন পেলেও বিস্ফোরক মামলায় কারাগারে রয়েছেন তিনি।


মন্তব্য