kalerkantho


নান্দাইলে শিক্ষার্থীদের মানববন্ধন, সড়ক অবরোধ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি    

২৬ সেপ্টেম্বর, ২০১৬ ১৯:৪৭নান্দাইলে শিক্ষার্থীদের মানববন্ধন, সড়ক অবরোধ

এসএসসি ও এইচএসসি পরীক্ষায় সাতটি সৃজনশীল প্রশ্নের পরীক্ষা বাতিল দাবিতে ময়মনসিংহের নান্দাইল উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মানববন্ধন ও মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে। আজ সোমবার সকাল সাড়ে ১১টা থেকে ১২টা পর্যন্ত এ অবরোধ চলাকালে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের সবধরনের যানবাহন চলাচল বন্ধ থাকে। এতে ভোগান্তির শিকার হয় সাধারণ লোকজন।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তামীম আল ইয়ামিন ও ওসি আতাউর রহমান ঘটনাস্থলে এসে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তাদের দাবি তুলে ধরার কথা জানালে অবরোধ প্রত্যাহার করা হয়। জানা যায়, ছয়টি সৃজনশীল প্রশ্নের স্থলে সাতটি প্রশ্ন দেওয়া হলেও পরীক্ষার সময় বৃদ্ধি করা হয়নি। আগের নির্ধারিত সময়ের মধ্যে সাতটি প্রশ্নের উত্তর লিখেতে হবে। তাই অতিরিক্ত প্রশ্নে উত্তর না লেখার দাবি জানিয়ে শিক্ষার্থীরা সাতটি প্রশ্ন মানিনা, মানব না, অতিরিক্ত সৃশনশীল লিখবো না'-এসব স্লোগানসহ বিক্ষোভ মিছিল বের করে।


মন্তব্য