kalerkantho


সীমান্তে ১৭ বাংলাদেশি আটক

বেনাপোল (যশোর) প্রতিনিধি    

২৬ সেপ্টেম্বর, ২০১৬ ১৮:৫৫সীমান্তে ১৭ বাংলাদেশি আটক

ভারত থেকে অবৈধভাবে দেশে ফেরার সময় গতকাল রবিবার রাতে বেনাপোলের দৌলতপুর সীমান্ত থেকে ১৭ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। আটককৃতরা ১২ জন পুরুষ এবং  পাঁচজন নারী। এদের বাড়ি খুলনা, বরিশাল এবং নড়াইল জেলার বিভিন্ন এলাকায়।

২১ বিজিবি ব্যাটালিয়নের দৌলতপুর ক্যাম্পের নায়েব সুবেদার জাহাঙ্গীর হোসেন জানান, ভারতে অবৈধ বসবাসকারী বেশ কয়েকজন নারী-পুরুষ অবৈধভাবে দৌলতপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে- এ ধরনের গোপন সংবাদ পেয়ে গতরাত সাড়ে ১০টার দিকে  বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালান। এ সময় ১৭ জনকে আটক করা হয়। তবে  তাদের সঙ্গে থাকা দালালচক্র কৌশলে পালিয়ে যায়। আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।  

 


মন্তব্য