kalerkantho


নীলফামারীতে জঙ্গিবাদবিরোধী সমাবেশ

নীলফমারী প্রতিনিধি    

২৬ সেপ্টেম্বর, ২০১৬ ১৭:৪৮নীলফামারীতে জঙ্গিবাদবিরোধী সমাবেশ

নীলফামারীতে জঙ্গিবাদবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে শহরের মশিউর রহমান ডিগ্রি কলেজ মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা তথ্য দপ্তর আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জাকীর হোসেন।

মশিউর রহমা ডিগ্রি কলেজের অধ্যক্ষ সরওয়ার মানিকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক মমতাজুল হক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) ফিরোজ কবীর, জেলা তথ্য কর্মকর্তা মোজাম্মেল হক, নীলফামারী বড়মসজিদের খতিব সৈয়দ আশরাফুল হক প্রমুখ।

বক্তারা যার যার অবস্থান থেকে জনমত গঠন করে সন্ত্রাস, নাশকতা এবং জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। আলোচনা সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 


মন্তব্য