kalerkantho


ওসি নিহতের মামলা : ১২১ জনের জামিন নামঞ্জুর

কালের কণ্ঠ অনলাইন   

২৬ সেপ্টেম্বর, ২০১৬ ১৫:০৯ওসি নিহতের মামলা : ১২১ জনের জামিন নামঞ্জুর

সিলেটের ওসমানীনগর থানাধীন গোয়ালাবাজারে শ্রমিকদের সংঘর্ষ থামাতে গিয়ে ওসি মোস্তাফিজুর রহমান নিহতের মামলায় ১২১ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ আদালতে হাজিরা দিতে গেলে বিচারক মো. নজরুল ইসলাম তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর জন্য পুলিশকে নির্দেশ দেন। সিলেট জেলা জজ আদালতের পরিদর্শক (কোর্ট ইন্সপেক্টর) সৈয়দ শফিকুল ইসলাম মুকুল এ তথ্য জানান।

২০১৪ সালের ১৭ ডিসেম্বর উপজেলার ওসমানীনগরের গোয়ালাবাজারে অটোরিকশা শ্রমিক সংগঠনের দুটি গ্রুপের মধ্যে নতুন শাখা স্থাপনকে কেন্দ্র করে সংঘর্ষ সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট ছোড়ে। সংঘর্ষের সময় ওসি মোস্তাফিজুর রহমান অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
 
এ ঘটনায় এক শ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৭/৮ শ জনকে আসামি করে ওসমানীনগর থানায় হত্যা মামলা দায়ের করা হয়। ঘটনার প্রায় ৪ মাস পর গত ১৩ এপ্রিল ওসমানীনগর থানার পরিদর্শক (তদন্ত) অকিল উদ্দিন উপজেলার গোয়ালা বাজার ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান মানিককে প্রধান আসামি ও আরও ১৩১ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন।

 


মন্তব্য