kalerkantho


মাগুরায় রোমশ পিঠ ও ভিন্ন আকৃতির শিশুর জন্ম

মাগুরা প্রতিনিধি    

২৫ সেপ্টেম্বর, ২০১৬ ২৩:৩৭মাগুরায় রোমশ পিঠ ও ভিন্ন আকৃতির শিশুর জন্ম

অস্বাভাবিক শারীরিক বৈশিষ্ট্য নিয়ে মাগুরায় একটি শিশুর জন্ম হয়েছে। আজ রবিবার বিকেলে জেলার শালিখা উপজেলার ভুলবাড়িয়া গ্রামের কৃষক বিশ্বজিত পাত্রের স্ত্রী পারুল মাগুরা শহরের জাহান প্রাইভেট হাসপাতালে পিঠে রোমশভর্তি ও ভিন্ন আকৃতির অস্বাভাবিক শিশুটির জন্ম দেন।

জাহান ক্লিনিকের কর্তব্যরত চিকিৎসক মাসুদুল হক জানান, শিশুটির শরীরের কিছু অংশ প্রোজেরিয়া আক্রান্ত শিশুদের মতো দেখতে হলেও ঘন রোমশভর্তি পিঠ রয়েছে। তবে শিশু ও মায়ের শারীরিক অবস্থা স্বাভাবিক আছে।

তবে জাহান ক্লিনিকে উপস্থিত প্রসূতি পারুলের বড় ভাই অরবিন্দু মণ্ডল বলেন, শিশুটির শারীরিক বৈশিষ্ট্য তার বাবা বিশ্বজিত পাত্রের মতোই দেখতে। তার বাবা চেহারাতেও বয়সের ছাপ রয়েছে। তিনি সুস্থ স্বাভাবিক মানুষের মতো জীবনযাপন করছেন। নতুন জন্ম নেওয়া শিশুটিও সুস্থ্যভাবে বেড়ে উঠবে আশা করছি।

শিশুটির বাবা বিশ্বজিত বলেন, আমার প্রথম সন্তানটির নাম অর্পনা। তার বয়স ৫ বছর। সে তার মায়ের মতো দেখতে সুন্দর। কিন্তু পুত্র সন্তানটি দেখতে আমার মতো হয়েছে। এতে আমার কোন দুঃখ নেই।


মন্তব্য