শেরপুরের ঝিনাইগাতী উপজেলা সদর বাজারে অগ্নিকাণ্ডে তিনটি দোকানের প্রায় ৫ লক্ষাধিক টাকা মূল্যের সম্পদ পুড়ে ছাই হয়ে গেছে। আজ রবিবার দুপুরে ঝিনাইগাতী বাজারের ধানহাটি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আজ দুপুর ১২টার দিকে ঝিনাইগাতী সদর বাজারের ধানহাটি এলাকার জাহাঙ্গীর বেডিং স্টোরে তুলা মাড়াই করার স্যালো মেশিনে আগুন লেগে যায়। এ সময় আগুনের লেলিহান শিখা দ্রুত পাশ্ববর্তী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুজ্জামান লেবুর ধানের আড়ত ঘর ও আবু বক্কর মিয়ার টিনের দোকানে ছড়িয়ে পড়ে। এতে ওই বেডিং স্টোরসহ তিন দোকানের প্রায় ৫ লক্ষাধিক টাকা মূল্যের মালামাল পুড়ে ছাই হয়ে যায় বলে জানান ক্ষতিগ্রস্ত আমিরুজ্জামান লেবু। সংবাদ পেয়ে শেরপুর থেকে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হন।
এ ব্যাপারে ঝিনাইগাতী থানার উপ-পরিদর্শক (এসআই) সরোয়ার হোসেন জানান, বেডিং স্টোরের তুলা ভাঙ্গার মেশিন থেকে আগুনের সুত্রপাত বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সীমান্তে সেনা, অস্ত্রের মহড়া মিয়ানমারের