kalerkantho


সিরাজগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি   

২৫ সেপ্টেম্বর, ২০১৬ ১৭:৫৫সিরাজগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

সিরাজগঞ্জের চন্ডিদাসগাঁতীতে ৮২৬ পিস ইয়াবা, মোটরসাইকেলসহ মাদক সম্রাট ডাইল মজিদকে আটক করেছে র‌্যাব সদস্যরা। সে সলঙ্গা থানার চরিয়াসিকা গ্রামের মৃত আবু বকর খানের ছেলে।
 
র‌্যাব জানায়, সিরাজগঞ্জ-নলকা সড়কের চন্ডিদাসগাঁতীতে মাদকসহ ব্যবসায়ী ডাইল মজিদ অবস্থান করছে-এমন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আজ রবিবার সকালে র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানী সিরাজগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার হাসিবুল আলম এর নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় ৮২৬ পিস ইয়াবা ট্যাবলেট, ১টি মোটরসাইকেল, ২৪ হাজার টাকাসহ ডাইল মজিদকে আটক করে র‌্যাব। এ ব্যাপারে সদর থানায় মামলা হয়েছে।


মন্তব্য