kalerkantho


সিরাজদীখানে বাস উল্টে নিহত ১

কালের কণ্ঠ অনলাইন   

২৫ সেপ্টেম্বর, ২০১৬ ১৪:১১সিরাজদীখানে বাস উল্টে নিহত ১

মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে একজন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছে। রবিবার সকাল ১০টার দিকে উপজেলার ধলেশ্বরী ১ নং ব্রিজের গোড়ায় কুচিয়ামোড়া কলেজগেট এলাকায় ঢাকা-মাওয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মকবুল হোসেন (৫২) উপজেলার বাসাইল ইউনিয়নের পাথর ঘাটা গ্রামের  আমান মিয়ার ছেলে।

সিরাজদীখান থানার ওসি ইয়ারদৌস হাসান জানান, টঙ্গীবাড়ী থেকে থেকে ঢাকাগামী ডিএম পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়। এতে বাসের নিচে চাপা পড়ে এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়। তিনি জানান, দুর্ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছে। তাদের স্থানীয় হাসপাতাল, ক্লিনিকে নেওয়া হয়েছে।

এদিকে দুর্ঘটনার কারণে মহাসড়কে প্রায় ৪০ মিনিট যানবাহন চলাচল বন্ধ থাকে। এতে মহাসড়কের দু'পাশে প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। পরে দুর্ঘটনাকবলিত বাসটি সড়ক থেকে সরিয়ে নেওয়া হলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

 


মন্তব্য