kalerkantho


সাভারে ১৬ ব্যাগ ফেনসিডিল উদ্ধার, আটক ২

কালের কণ্ঠ অনলাইন   

২৫ সেপ্টেম্বর, ২০১৬ ১০:৫৭সাভারে ১৬ ব্যাগ ফেনসিডিল উদ্ধার, আটক ২

সাভারে একটি ফ্ল্যাট বাড়িতে অভিযান চালিয়ে ১৬ ব্যাগ ফেনসিডিল উদ্ধার করেছে র‌্যাব ৪। এ সময় ঘটনাস্থল থেকে দুই প্রকৌশলীকে আটক করা হয়। রবিবার ভোররাতে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের আলম নগর সুগন্ধা হাউজিং এ অভিযান চালায় র‌্যাব। ১৬ ব্যাগ থেকে ১৬০০ পিস ফেনসিডিল পাওয়া গেছে। আটক দুই প্রকৌশলী সদ্য বুয়েট থেকে পাস করেছেন বলে র‌্যাব জানিয়েছে। তবে তাদের নাম বা পরিচয় জানানো হয়নি।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নবীনগর র‌্যাব ৪ এর এএসপি উনু মং এর নেতৃত্বে আলম নগর সুগন্ধা হাউজিং এর ৮ নম্বর রোডের তিনতলা বিশিষ্ট ৩ নম্বর বাড়ির নিচতলার একটি ফ্ল্যাটে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই ফ্ল্যাট থেকে ১৬ ব্যাগ ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় ওই ফ্ল্যাট থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য দুই প্রকৌশলীকে আটক করা হয়েছে।

উনু মং জানান, আটক দুই প্রকৌশলী ও সুগন্ধা হাউজিং কর্তৃপক্ষকে আমরা জিজ্ঞাসাবাদ করবো। এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

 


মন্তব্য