kalerkantho


দিনাজপুরে তিন মাদ্রাসাছাত্র নিখোঁজ

কালের কণ্ঠ অনলাইন   

২৪ সেপ্টেম্বর, ২০১৬ ২৩:৫১দিনাজপুরে তিন মাদ্রাসাছাত্র নিখোঁজ

দিনাজপুরের বনতারা মাদ্রাসাতুল উলুম কওমি মাদ্রাসার তিন ছাত্র গত বুধবার থেকে নিখোঁজ রয়েছে। নিখোঁজ ছাত্ররা হলো- ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর বড়পুগী গ্রামের শাহ আলমের ছেলে সুজন আলী (১২), নজরুল ইসলামের ছেলে আহসান হাবিব (১৩) ও আবুল হোসেনের ছেলে সাজেদুর ইসলাম সাজু (১২)। তাদের বাড়ি ঠাকুরগাঁওয়ে।

এ প্রসঙ্গে বনতারা মাদরাসাতুল উলুম কওমি মাদ্রাসার প্রধান সহিদুল্লাহ জানান, গত বুধবার সকালে নাস্তা করার জন্য বেরিয়ে তারা আর ফেরেনি। অনেক খোঁজাখুঁজি করেও তাদের পাওয়া যায়নি। এ ব্যাপারে শুক্রবার দিনাজপুর কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। ওই তিন ছাত্র তিন বছর ধরে সেখানে হাফেজি পড়ছিল।

এ ব্যাপারে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, দিনাজপুরের মাদ্রাসা থেকে তিন ছাত্র নিখোঁজের বিষয়টি অভিভাবকরা জানিয়েছেন। তাদের খুঁজে বের করার চেষ্টা চলছে। এ ব্যাপারে দিনাজপুর পুলিশের সহায়তা নেওয়া হবে।


মন্তব্য