kalerkantho


কক্সবাজারে জামিনে বের হওয়া আসামির গুলিতে আহত ৩

কালের কণ্ঠ অনলাইন   

২৪ সেপ্টেম্বর, ২০১৬ ২০:১০কক্সবাজারে জামিনে বের হওয়া আসামির গুলিতে আহত ৩

কক্সবাজার শহরে জেল থেকে জামিনে বের হওয়া এক আসামির গুলিতে শিশুসহ তিনজন আহত হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

এ ব্যাপারে কক্সবাজার সদর থানার এসআই মো. আব্দুর রহিম জানান, আজ শনিবার সকালে পূর্ব পাহাড়তলির ইউসুলের ঘোনা এলাকার মোহাম্মদ ইয়াছিন(২৪) কে গ্রেপ্তার করা হয়েছে।

এসআই রহিম বলেন, ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার হওয়া পূর্ব পাহাড়তলির মো. ওয়াসিম সম্প্রতি জামিনে বের হন। বের হওয়ার পর ওয়াসিম শুক্রবার রাতে গ্রামের এক সালিশে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ আনেন যে তাকে অকারণে পুলিশকে দিয়ে গ্রেপ্তার করানো হয়েছে।

তিনি আরো বলেন, সালিশের এক পর্যায়ে ওয়াসিম ও তার লোকজন প্রতিপক্ষের লোকজনকে লক্ষ করে কয়েক রাউন্ড গুলি করে। এতে শিশু ও নারীসহ তিনজন গুলিবিদ্ধ হন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করে।

এসআই আব্দুর রহিম জানান, শনিবার সকালে পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. ইয়াছিন নামে একজনকে আটক করেছে।

উল্লেখ্য, গতকাল শুক্রবার রাতের ওই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন পূর্ব পাহাড়তলির ইউসুলের ঘোনা এলাকার আসমা হোসনা সোহাগী (২২), মিনারা বেগম (১৬) ও ১৬ মাসের তুষার।


মন্তব্য