kalerkantho

শুক্রবার । ৯ ডিসেম্বর ২০১৬। ২৫ অগ্রহায়ণ ১৪২৩। ৮ রবিউল আউয়াল ১৪৩৮।


ঢাকায় নেওয়া হলো ফরিদপুরের ওই নবজাতককে

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর   

২৪ সেপ্টেম্বর, ২০১৬ ১৯:৩১ঢাকায় নেওয়া হলো ফরিদপুরের ওই নবজাতককে

চিকিৎসক কর্তৃক মৃত ঘোষিত ও পরে জীবিত ওই নবজাতক গালিবা হায়াতকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে ঢাকায় নেওয়া হয়েছে। আজ শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ফরিদপুরের শেখ জামাল স্টেডিয়াম থেকে একটি বেসরকারি প্রতিষ্ঠানের হেলিকপ্টারে তাকে ঢাকায় নেওয়া হয়।

ওই শিশুর চিকিৎসক দলের প্রধান ডা.আব্দুলাহ হিস সায়াদ জানান, আমরা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হগাসপাতালে রেফার্ড করেছি।

শিশুটির বড় চাচা শামীম জানান, একজন অপিরিচিত দানশীল ব্যক্তির সহযোগিতায় গালিবা হায়াতকে ঢাকায় নেওয়া হয়েছে। তবে তাকে কোন হাসপাতালে ভর্তি করা হবে তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।


মন্তব্য