kalerkantho


মাদারীপুর প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

মাদারীপুর প্রতিনিধি    

২৪ সেপ্টেম্বর, ২০১৬ ১৮:০৫মাদারীপুর প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

মাদারীপুর প্রেসক্লাবের ১১ সদস্য বিশিষ্ট আহ্বাক কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক হয়েছেন জেলার প্রবীণ সাংবাদিক মো. শাহজাহান খান।

কমিটির অন্য সদস্যরা হলেন পাভেলুর রহমান শফিক খান, জাহাঙ্গীর কবির, মাহাবুবুর রহমান বাদল, গোলাম মাওলা আকন্দ, ইয়াকুব খান শিশির, সুবল বিশ্বাস, সেলিম ফরাজী, জহিরুল ইসলাম খান, আয়শা সিদ্দিকা আকাশী, সঞ্জয় কর্মকার অভিজিৎ।
গতকাল শুক্রবার সার্কিট হাউজে প্রেসক্লাবের উন্নয়নবিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. কামাল উদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। এ সময় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ‌ওই সভার পরই প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

কমিটি গঠনের পরে গতকাল শুক্রবার সন্ধ্যায় প্রেসক্লাবে কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের আহ্বায়ক শাহজাহান খান। সভায় উপস্থিত ছিলেন পাভেলুর রহমান শফিক খান, মাহাবুবুর রহমান বাদল, গোলাম মাওলা আকন্দ, ইয়াকুব খান শিশির, সেলিম ফরাজী, জহিরম্নল ইসলাম খান, আয়শা সিদ্দিকা আকাশী, সঞ্জয় কর্মকার অভিজিৎ প্রমুখ।


মন্তব্য