kalerkantho


খাগড়াছড়িতে জেএমবির পাঁচ সদস্যের সাত বছর করে জেল

খাগড়াছড়ি প্রতিনিধি    

২৪ সেপ্টেম্বর, ২০১৬ ১৬:১৬খাগড়াছড়িতে জেএমবির পাঁচ সদস্যের সাত বছর করে জেল

জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) পাঁচ সদস্যকে সাত বছর করে কারাদণ্ড দিয়েছেন খাগড়াছড়ির বিশেষ ট্রাইব্যুনাল। একই সঙ্গে তাদেরকে দুই হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরো দুই বছরের জেল দিয়েছেন আদালত। আজ শনিবার দুপুরে খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ মো. ইনামুল হক ভূঁইয়ার বিশেষ ট্রাইবুনালে এ দণ্ড দেওয়া হয়। দীর্ঘ সাত বছর পর এ রায় দেওয়া হলো।

এ সময় আদালতে চারজন আসামি হাজির ছিলেন। সাজাপ্রাপ্তরা হলেন তৎকালীন জেএমবির চট্টগ্রাম অঞ্চলের সেকেন্ড ইন কমান্ড জাহিদুর রহমান সাইফুল্লাহ ওরফে আবদুর রহিম ও শামীম আহমেদ, খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার দেলোয়ার হোসেন, মো. ইউনুছ ও সামছু মিয়া। কুমিল্লার বুড়িচং উপজেলার বাসিন্দা শামীম এখনও পলাতক।

খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট বিধান কানুনগো জানান, জেলার মাটিরাঙ্গা উপজেলার দুর্গম শান্তিপুর এলাকায় ২০০৯ সালের ২৭ সেপ্টেম্বর গভীর রাতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেএমবির প্রশিক্ষণ ক্যাম্পের সন্ধান পান র‍্যাব ও পুলিশ সদস্যরা। ওই ঘটনায় তাদেরকে আসামি করে মামলা করা হয়।

 


মন্তব্য