kalerkantho

মঙ্গলবার। ২১ ফেব্রুয়ারি ২০১৭ । ৯ ফাল্গুন ১৪২৩। ২৩ জমাদিউল আউয়াল ১৪৩৮।


ফরিদপুরে দুর্গোৎসব উপলক্ষে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর    

২৪ সেপ্টেম্বর, ২০১৬ ১৩:৫১ফরিদপুরে দুর্গোৎসব উপলক্ষে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

আগামী ৭ অক্টোবর শুরু হতে যাচ্ছে শারদীয় দুর্গোৎসব। পাঁচ দিনের এ দুর্গোৎসব সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের জন্য ফরিদপুরে জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক বেগম উম্মে সালমা তানজিয়ার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. এরাদুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ড. কে এম কামরুজামান সেলিম, অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান রাসেল, অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, সুকেশ সাহা প্রমুখ।

সভায় জানানো হয়, এ বছর জেলার ৯ উপজেলায় মোট ৭৩৪টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের আয়োজন করা হয়েছে। দুর্গোৎসবের সার্বিক নিরাপত্তার বিষয়ের ওপর গুরুত্বারোপ করে বক্তারা জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি পূজামণ্ডপে সিসিটিভি স্থাপন ও স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করবেন।

 


মন্তব্য