kalerkantho


সুন্দরব‌নে র‌্যাব-বনদস্যু গু‌লি‌বি‌নিময়, ৬ জে‌লে উদ্ধার

কালের কণ্ঠ অনলাইন   

২৪ সেপ্টেম্বর, ২০১৬ ১০:২৭সুন্দরব‌নে র‌্যাব-বনদস্যু গু‌লি‌বি‌নিময়, ৬ জে‌লে উদ্ধার

সুন্দরব‌নের সাতক্ষীরা রে‌ঞ্জের ছোট কলাগা‌ছিয়া এলাকায় বনদস্যু‌দের সাথে র‌্যাব  ৮ এর গু‌লি‌বি‌নিম‌য়ের ঘটনা ঘ‌টে‌ছে। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। শুক্রবার রাতে র‌্যাব ৮ এর উপ-অ‌ধিনায়ক মেজর আদনান এ তথ্য নি‌শ্চিত ক‌রে‌ জানান, বিস্তা‌রিত পরে জানা‌নো হ‌বে।

তিনি আরো জানান, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এদিকে গুলিবিনিময়কালে র‌্যাব তিন‌টি নৌকাসহ অপহৃত ছয় জে‌লে‌কে উদ্ধার কর‌তে সক্ষম হ‌য়ে‌ছে। এ ছাড়াও চার‌টি অস্ত্র ও ৫৫টি গোলাবারুদ উদ্ধার করা হ‌য়ে‌ছে।

 


মন্তব্য