kalerkantho


যাত্রীবাহী বাসে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ৫

কালের কণ্ঠ অনলাইন   

২৪ সেপ্টেম্বর, ২০১৬ ০৯:১১যাত্রীবাহী বাসে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ৫

চট্টগ্রামের মীরসরাই উপজেলার বটতাকিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। আজ শনিবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে থেমে থাকা যাত্রীবাহী একটি বাসকে পেছন থেকে আসা একটি কাভার্ড ভ্যান ধাক্কা দেয়। এতে বাসটি সড়কের একপাশে কাত হয়ে যায়। ঘটনাস্থলেই পাঁচজন যাত্রী নিহত হন। তাঁদের মধ্যে তিনজন বাসের যাত্রী। বাকি দুজনের একজন বাসের চালকের সহকারী ও আরেকজন কাভার্ড ভ্যানের চালকের সহকারী। তাঁদের পরিচয় জানা যায়নি।

হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত এসআই ফরিদউদ্দিনের ভাষ্য, মহাসড়কে মীরসরাই ফিলিং স্টেশনটির সামনে বাসটি ছিল। ওই ফিলিং স্টেশনটি নতুন এবং এর আশপাশটা এখনো কাঁচা। এতে বৃষ্টিতে কাদা জমেছে। এই কাদায় বাসের চাকা আটকে যায়। ওই বাস থেকে যাত্রীদের আরেকটি বাসে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছিল। এ সময় পেছন থেকে যাত্রীবাহী একটি কাভার্ড ভ্যান এসে বাসে ধাক্কা দেয়।

এসআই জানান, বাস ও কাভার্ড ভ্যানের চালককে আটক করা যায়নি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত লাশ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রয়েছে।

ফায়ার সার্ভিসের সীতাকুণ্ড স্টেশনের কর্মকর্তা মো. ফখরুদ্দীনের ভাষ্য, মীরসরাই ও সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ চালিয়েছে।

 


মন্তব্য