kalerkantho


যশোরে হিযবুত তাহরীরের সদস্য গ্রেপ্তার

কালের কণ্ঠ অনলাইন   

২৩ সেপ্টেম্বর, ২০১৬ ২৩:৩৫যশোরে হিযবুত তাহরীরের সদস্য গ্রেপ্তার

আটক আবদুস সালাম যশোর শহরের ধর্মতলা এলাকার মোহর আলীর ছেলে। তিনি ২০১৫ সালে যশোর কোতোয়ালী থানায় সন্ত্রাস নিরোধ আইনে দায়ের হওয়া একটি মামলার পলাতক আসামি।

আজ শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-৬ যশোর ক্যাম্পের মেজর আব্দুল্লাহ আল মেহেদীর নেতৃত্বে একটি দল শহরের ধর্মতলা এলাকায় অভিযান চালিয়ে আবদুস সালামকে গ্রেপ্তার করে। পরে জিজ্ঞাসাবাদে আবদুস সালাম তার পরিচয় ও তার নামে মামলা থাকার কথা স্বীকার করেন।

র‌্যাব জানায়, ২০১৫ সালে ১৯ সেপ্টেম্বর যশোর শহর থেকে কয়েকজন হিযবুত তাহরীরের সদস্যকে আটক ও ১৪টি ম্যাগাজিন, ৭০টি লিফলেট ও একটি ল্যাপটপ উদ্ধার করা হয়। এ ব্যাপারে যশোর কোতোয়ালী থানায় সন্ত্রাস নিরোধ আইনে একটি মামলা হয়। ওই মামলার আসামি আবদুস সালাম ঘটনার পর থেকেই পলাতক ছিলেন।


মন্তব্য