kalerkantho


শিবগঞ্জের শিয়ালমারা সীমান্তে ফেন্সিডিল-অস্ত্রসহ গ্রেপ্তার ১

আঞ্চলিক প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ    

২৩ সেপ্টেম্বর, ২০১৬ ২২:১৬শিবগঞ্জের শিয়ালমারা সীমান্তে ফেন্সিডিল-অস্ত্রসহ গ্রেপ্তার ১

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিয়ালমারা সীমান্তে ফেনসিডিল ও ধারাল অস্ত্রসহ আসাদুল ইসলাম (৪৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে বিজিবি সদস্যরা। 

গ্রেপ্তার আসাদুল ইসলাম শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ বারিয়াদীঘি এলাকার নওশের আলীর ছেলে। 

আজ শুক্রবার দুপুরে এক প্রেসনোটে বিজিবি-৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল হাসান মোর্শেদ জানান, বৃহস্পতিবার রাত ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে শিয়ালমারা বিওপির টহল দল হাবিলদার আবু তাহেরের নেতৃত্বে সীমান্ত পিলার ১৮৭/১৫-এস হতে ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আমবাগান নামক স্থানে অবস্থান নিয়ে ভারত হতে বাংলাদেশে আসার সময় আসাদুল ইসলামকে ধাওয়া করে ধরে ফেলে হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ২ বোতল ফেন্সিডিল, ভারতীয় পাতার বিড়ি ও ১টি ধারালো হাসুয়া পাওয়া যায়। এ ব্যাপারে শুক্রবার শিবগঞ্জ থানায় মামলা (মামলা নং-৩০/১৬ তারিখ ২৩/০৯/১৬) করে আসামি ও মালামাল হস্তান্তর করা হয়েছে।


মন্তব্য