kalerkantho


ট্রলারসহ চার বাংলা‌দে‌শি জে‌লে‌কে ফেরত দি‌য়ে‌ছে বিএসএফ

সাতক্ষীরা প্রতিনিধি    

২৩ সেপ্টেম্বর, ২০১৬ ১৯:১৭ট্রলারসহ চার বাংলা‌দে‌শি জে‌লে‌কে ফেরত দি‌য়ে‌ছে বিএসএফ

দেড় মাস আটক রাখার পর দুইটি মাছ ধরা ট্রলারসহ চার বাংলা‌দে‌শি জেলেকে ফেরত দিয়েছে বিএসএফ। দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে আলোচনার পর বিএসএফ আজ শুক্রবার দুপু‌রে সাতক্ষীরার শ্যামনগর উপ‌জেলার কৈখালী সীমান্ত দি‌য়ে আটককৃতদের বিজিবির কাছে হস্তান্তর করে। এর আগে ভারতীয় জলসীমায় অবৈধ অনুপ্রবে‌শের দা‌য়ে ওই দু‌টি ট্রলারসহ তাদের আটক করে ভারতীয় সীমান্ত রক্ষী বা‌হিনী বিএসএফ।

ফেরত আসা জে‌লেরা হ‌লেন- পি‌রোজপুর জেলার লাল‌মিয়া, বা‌গেরহা‌টের লিয়াকত আলী, কক্সবাজা‌রের জামাল উ‌দ্দিন ও আয়াত উল্লাহ।

বাংলা‌দে‌শি জেলেদের হস্তান্তরকালে বাংলা‌দে‌শের প‌ক্ষে উপ‌স্থিত ছি‌লেন রিভারাইন বি‌জিবির লে. কমান্ডার তানভীর, বি‌জি‌বির নীলডুমুর ১৭ ব্যাটা‌লিয়নের অধিনায়ক লে. ক‌র্নেল এনামুল আ‌রিফ সুমন ও শ্যামনগ‌রের ইউএনও আবু সা‌য়েদ মো. মনজুর আলম। অপর‌দি‌কে ভারতের পক্ষে উপ‌স্থিত ছি‌লেন শম‌সেরনগর বিএসএফ ক্যা‌ম্পের এ‌সি গ্রীশ চন্দ্র সেন।

এ ব্যাপারে নীলডুমুর ১৭ ব্যাটা‌লিয়‌নের অতিরিক্ত প‌রিচালক মেজর মামুন জানান, চার জেলে গত আগস্ট মা‌সের প্রথম সপ্তা‌হে চার‌টি ট্রলার‌যো‌গে মাছ ধর‌তে যায়। নদীতে মাছ ধরার সময় দু‌টি ট্রলার বিকল হ‌য়ে পড়ায় তারা স্রোতে ভাস‌তে ভাস‌তে বাংলা‌দে‌শের জলসীমা অতিক্রম ক‌রে ভার‌তের জল সীমানায় ঢু‌কে প‌ড়ে। এ সময় অবৈধ অনুপ্রবেশের দায়ে বিএসএফ তা‌দের আটক ক‌রে। শান্তিপূর্ণ আলোচনার মধ্যমে প্রায় দেড় মাস পর তা‌দের ফেরত আনা সম্ভব হ‌লো।


মন্তব্য