kalerkantho


গোপালগ‌ঞ্জে ট্রলি উল্টে শ্রমিক নিহত

গোপালগঞ্জ প্রতি‌নি‌ধি   

২৩ সেপ্টেম্বর, ২০১৬ ১৯:০৩গোপালগ‌ঞ্জে ট্রলি উল্টে শ্রমিক নিহত

গোপালগঞ্জে বালুভ‌র্তি ট্রলি উল্টে বিলাল সিকদার (২০) না‌মে এক শ্রমিক নিহত হ‌য়ে‌ছে। এ সময় রতন (২২) না‌মে অপর এক শ্রমিক আহত হয়। আজ শুক্রবার দুপু‌রে গোপালগঞ্জ সদর উপ‌জেলার মা‌নিকদাহ এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে।

স্থানীয় সূ‌ত্রে জানা গে‌ছে, বালুভ‌র্তি ক‌রে যাওয়ার প‌থে ঘটনাস্থ‌লে ট্রলি‌টি উল্টে যায়। এতে ট্রলির চাকার নি‌চে প‌ড়ে বিলাল সিকদার ঘটনাস্থ‌লে নিহত ও রতন না‌মে অপর এক শ্রমিক আহত হয়। আহত রতন‌কে গোপালগঞ্জ সদর হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে। ঘটনার পর ট্রলির চালক পা‌লি‌য়ে যায়।

এ ঘটনার সত্যতা স্বীকার ক‌রে গোপালগঞ্জ সদর থানার ওসি মোঃ সে‌লিম রেজা ব‌লেন, লাশটি ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালের ম‌র্গে পাঠা‌নো হ‌য়ে‌ছে।


মন্তব্য