kalerkantho


বেনাপোলে ১২টি স্বর্ণের বারসহ যুবক আটক

কালের কণ্ঠ অনলাইন   

২৩ সেপ্টেম্বর, ২০১৬ ১৬:৪৬বেনাপোলে ১২টি স্বর্ণের বারসহ যুবক আটক

File Photo

যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ‘ভারতে পাচারের’ সময় ১২টি স্বর্ণের বারসহ এক যুবককে আটক করেছে বিজিবি।
যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর লিয়াকত হোসেন জানান, শুক্রবার পুটখালি সীমান্তের শিকড়ি চারাবটতলা থেকে আশানুর রহমানকে (৩০) আটক করা হয়।
আশানুর বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের নুর ইসলামের ছেলে।
মেজর লিয়াকত বলেন, সোনার একটি বড় চালান সীমান্ত দিয়ে ভারতে পাচারের গোপন সংবাদ পেয়ে বিজিবির টহলদল সেখানে অবস্থান নেয়। বেলা ১১টার দিকে বেনাপোল থেকে পুটখালির দিকে যাওয়ার পথে আশনুরকে আটকে তার শরীরে তল্লাশি চালানো হয়।
“তার শরীরে ১২টি সোনার বার পাওয়া গেছে। এগুলোর ওজন এক কেজি তিনশ গ্রামের মতো, যার বাজারমূল্য প্রায় অর্ধকোটি টাকা।”
আটক আশানুর রহমানকে থানায় হস্তান্তর ও এ ঘটনায় একটি মামলা হয়েছে বলে বেনাপোল পোর্ট থানার ওসি অপূর্ব হাসান জানান।


মন্তব্য