কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী বিএসএফের গুলিতে দুখু মিয়া (৩০) নামের বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছে। আজ শুক্রবার ভোররাতে উপজেলার ফকিরপাড়া সীমান্তে ওই ঘটনা ঘটেছে।
রৌমারী থানা পুলিশ ও গয়টাপাড়া বিজিবি ক্যাম্পের জওয়ানরা আজ সকাল ৯টার দিকে বাংলাদেশের অভ্যন্তর থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
উপজেলার শৌলমারী ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের মৃত আব্দুল হাই এর পুত্র নিহত গরু ব্যবসায়ী দুখু মিয়া ওরফে লাল মিয়া। ভারত থেকে গরু নামানোর সময় বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি বর্ষণ করেছে বলে জানা গেছে।
বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হওয়ার ঘটনায় গয়টাপাড়া বিজিবি ক্যাম্পের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানিয়ে বিএসএফের কাছে বার্তা প্রেরণ করা হয়েছে। তবে এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত বিএসএফের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।
জামালপুর বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার কর্নেল রফিকুল হাসান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ওই ঘটনায় গয়টাপাড়া বিজিবি ক্যাম্পের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ ও পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সীমান্তে সেনা, অস্ত্রের মহড়া মিয়ানমারের