ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘা ডাঙ্গা সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে জসিম মণ্ডল (২৭) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত জসিমের বাড়ি চুয়াডাঙ্গার দর্শনা এলাকায়। আজ শুক্রবার ভোরে ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হাজরা বিএসএফ ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫৮ ব্যাটালিয়নের লে. কর্নেল তাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, জসিম বৃহস্পতিবার রাতে মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে গরু আনতে যায়। সেখানকার হাজরা ক্যাম্পের কাছে বিএসএফের সঙ্গে কয়েকজন গরু ব্যবসায়ী মুখোমুখি দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। এ সময় গরু ব্যবসায়ীরা দুই বিএসএফ সদস্যকে রামদা দিয়ে কুপিয়ে জখম করেন। এ সময় বিএসএফ সদস্যরা গুলি করলে জসিম গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে ভারতের একটি হাসপাতালে নেওয়ার পর জসিম মারা যান। তার মরদেহ ভারতের হাসখালী থানায় রয়েছে জানান বিজিবির ওই কর্মকর্তা।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সীমান্তে সেনা, অস্ত্রের মহড়া মিয়ানমারের