kalerkantho


সুন্দরবনে দস্যুদলের সাথে র‌্যাবের গুলিবিনিময়, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি   

২২ সেপ্টেম্বর, ২০১৬ ১৯:৫৫সুন্দরবনে দস্যুদলের সাথে র‌্যাবের গুলিবিনিময়, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

মুক্তিপণের দাবিতে জলদস্যুদের হাতে অপহৃত জেলে ও ট্রলার উদ্ধার এবং জলদস্যু দমনে র‌্যাবের বিশেষ অভিযানে সুন্দরবনে জল ও বনদস্যুদের সাথে র‌্যাবের-৮ এর সদস্যের গুলিবিনিময় হয়। এ সময় বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়। র‌্যাপিড এ্যকশন ব্যাটেলিয়ন(র‌্যাব)- ৮ এর উপ-অধিনায়ক মেজর আদনান কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

গত কিছুদিন ধরে বঙ্গোপসাগরে সুন্দরবন কেন্দ্রিক জলদস্যু বাহিনী জেলে বহরে হামলা চালিয়ে অপহৃত জেলেদের উদ্ধারের জন্য গত বুধবার (২১সেপ্টেম্বর) রাত থেকে র‌্যাব বিশেষ অভিযান শুরু করে।

অভিযান শুরু হওয়ার এক পর্যায় আজ বৃহস্পতিবার (২২সেপ্টেম্বর) দুপুরের দিকে পুর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুদমুখি এলাকায়  র‌্যাবের সঙ্গে জলদস্যুদের গুলিবিনিময় হলে বিপুল পরিমাণ অস্ত্র,গোলাবারুদসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত কি পরিমান অস্ত্র ও গোলা বারুদ উদ্ধার করেছে তা জানা যায়নি।


মন্তব্য