kalerkantho


খাগড়াছড়িতে বাস খাদে: নিহত ৪, আহত ৩০

খাগড়াছড়ি প্রতিনিধি   

২২ সেপ্টেম্বর, ২০১৬ ১৭:৫৩খাগড়াছড়িতে বাস খাদে: নিহত ৪, আহত ৩০

খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের মাটিরাঙ্গার সাপমারা এলাকায় যাত্রীবাহি বাস গভীর খাদে পড়ে দুই শিশুসহ ৪জন নিহত এবং অন্তত ৩০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সোয়া একটার দিকে এই ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, খাগড়াছড়ি হতে চট্টগ্রামগামী যাত্রীবাহী বাসটি সাপমারা নামক এলাকায় পৌছালে নিয়ন্ত্রন হারিয়ে গভীর খাদে পড়ে যায়। ঘটনাস্থলে এক শিশুসহ ৩জন নিহত হন। হাসপাতালে নেয়ার পথে আরো এক শিশু নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। নিহতদের মধ্যে দুইজনের নাম পাওয়া গেছে। তারা হলো, মো: মুসলিম উদ্দিন (৫৫) ও ৫ বছরের শিশু রিদ্দি চাকমা। নিহত অপর দুজনের মধ্যে একজন শিশু ও অপরজন ওই গাড়ির হেলপার বলে জানা গেছে। আশংকাজনক অবস্থায় কমপক্ষে ৫জনকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে।

এদিকে উদ্বারের পর আহতদের মধ্যে খাগড়াছড়ি হাসপাতালে ১০ জন ও মাটিরাঙ্গা থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫জনকে চিকিৎসাছেন।

ঘটনার পর পুলিশ, দমকল বাহিনী, সেনাবাহিনী ও স্থানীয় বাসিন্দারা আহত ও নিহতদের উদ্বার করেন।খাগড়াছড়ির পুলিশ সুপার মজিদ আলী ৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

পুলিশের এএসপি (রামগড় সার্কেল) কাজি হুমায়ুন জানান, মূলতঃ চালক নিয়ন্ত্রন হারানোয় বাসটি সড়ক থেকে অন্তত ১০০ ফুট নিচে পড়ে যায়।


মন্তব্য