kalerkantho


গোপালগঞ্জে জঙ্গিবাদবিরোধী প্রচারণা

গোপালগঞ্জ প্রতিনিধি    

২২ সেপ্টেম্বর, ২০১৬ ১৪:১৬গোপালগঞ্জে জঙ্গিবাদবিরোধী প্রচারণা

'ঘরে ঘরে হও সচেতন, জঙ্গিবাদের হবেই পতন'- এ স্লোগানকে সামনে রেখে গোপালগঞ্জে শুরু হয়েছে জঙ্গিবাদবিরোধী প্রচারণা। গোপালগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে এ প্রচার চালনো হচ্ছে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জেলা শহরের সরকারি বঙ্গবন্ধু কলেজ ও শেখ ফজিলাতুন্নেছা সরকারি মহিলা কলেজের ফটকে জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. আমিনুল ইসলাম পোস্টার লাগিয়ে প্রচারণা উদ্বোধন করেন।

এ সময় শেখ ফজিলাতুন্নেছা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অশোক কুমার সরকার, গোপালগঞ্জ সদর থানার ওসি মো. সেলিম রেজা, পরিদর্শক (তদন্ত) সওগাঁতুল আলম, জেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল হামিদসহ গোপালগঞ্জে কর্মরত বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও জাতীয় দৈনিকে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পরে শহরের বিভিন্ন স্থানে এসব পোস্টার লাগানো হয়।

 


মন্তব্য