kalerkantho


কেরানীগঞ্জে বিপুল পরিমাণ বাংলা মদ উদ্ধার

কালের কণ্ঠ অনলাইন   

২২ সেপ্টেম্বর, ২০১৬ ১২:১০কেরানীগঞ্জে বিপুল পরিমাণ বাংলা মদ উদ্ধার

কেরানীগঞ্জ উপজেলার তারানগর ইউনিয়নের বেওতা গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী জাকির হোসেনের বাড়ির গোপন সুড়ঙ্গ থেকে পলিথিনের ব্যাগ ভর্তি ৪১০ লিটার বাংলা মদ উদ্ধার করেছে পুলিশ। বুধবার গভীর রাতে এসব মদ উদ্ধার করে সেগুলো ধ্বংস করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন তারানগর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই বাদশা আলম। এ সময় তারানগর ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন ফারুক ও ইউপি সদস্য সাদেকুর রহমান উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে তারানগর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই বাদশা বলেন, আমরা জানতে পারি বেওতা এলাকায় মাদক ব্যবসায়ী জাকির হোসেনের বাড়িতে বাংলা মদ মজুদ রয়েছে। এ খবর পেয়ে তারানগর ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন ফারুক ও ইউপি সদস্য সাদেকুর রহমানকে নিয়ে জাকিরের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার বাড়ির গোপন সুড়ঙ্গ থেকে ৪১০ লিটার বাংলা মদ উদ্ধার করা হয়। আমাদের উপস্থিতি টের পেয়ে বাড়ির লোকজন পালিয়ে গেলে কাউকে আটক করা সম্ভব হয়নি।

 


মন্তব্য