kalerkantho

বৃহস্পতিবার । ৮ ডিসেম্বর ২০১৬। ২৪ অগ্রহায়ণ ১৪২৩। ৭ রবিউল আউয়াল ১৪৩৮।


ব‌রিশা‌লে নৌ দুর্ঘটনার উদ্ধার অ‌ভিযানের সমা‌প্তি (ভিডিওসহ)

কালের কণ্ঠ অনলাইন   

২২ সেপ্টেম্বর, ২০১৬ ১১:৩৬ব‌রিশা‌লে নৌ দুর্ঘটনার উদ্ধার অ‌ভিযানের সমা‌প্তি (ভিডিওসহ)

বরিশালের বানারীপাড়া উপজেলার দাসের হাট এলাকার মসজিদ পয়েন্টে সন্ধ্যা নদীতে ডুবে যাওয়া যাত্রীবাহী লঞ্চটির উদ্ধার অ‌ভিযান শেষ হ‌য়ে‌ছে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন ব‌রিশাল জেলার অ‌তি‌রিক্ত জেলা ম্যা‌জি‌স্ট্রেট জা‌কির হো‌সেন। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উদ্ধার অভিযানের সমাপ্তি ঘোষণা করে জেলা প্রশাসন।

‌ম্যা‌জি‌স্ট্রেট জা‌কির হো‌সেন বলেন, এখন পর্যন্ত ১৮টি মরদেহ পাওয়া গে‌ছে যা স্বজন‌দের কাছে বু‌ঝিয়ে দেওয়া হ‌য়ে‌ছে। আমা‌দের কা‌ছে নি‌খোঁ‌জের কোনো খবর নেই। ত‌বে কা‌রো নিখোঁ‌জের খবর পাওয়া গেলে সে অনুযায়ী উদ্ধার অ‌ভিযান প‌রিচালনা ক‌রে হ‌বে। অপর‌দি‌কে, পু‌লিশ জা‌নি‌য়ে‌ছে তা‌দের কা‌ছে এখ‌নেও সাতজন নিখোঁ‌জের খবর রয়েছে।


ভিডিও সৌজন্য : যমুনা টিভি

 


মন্তব্য