kalerkantho

মঙ্গলবার। ২১ ফেব্রুয়ারি ২০১৭ । ৯ ফাল্গুন ১৪২৩। ২৩ জমাদিউল আউয়াল ১৪৩৮।


লঞ্চডুবি : মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮

কালের কণ্ঠ অনলাইন   

২২ সেপ্টেম্বর, ২০১৬ ১০:৪৫লঞ্চডুবি : মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮

বরিশালের বানারীপাড়ায় সন্ধ্যা নদীতে ডুবে যাওয়া লঞ্চ উদ্ধার করা হয়েছে। সেখান থেকে উদ্ধার হয়েছে আরও চারটি লাশ। এই নিয়ে নিহতের সংখ্যা ১৮ হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে উদ্ধারকারী জাহাজ নির্ভীক ডুবে যাওয়া লঞ্চটিকে উদ্ধার করে। এ সময় চার শিশুর লাশ উদ্ধার করা হয়।

বরিশাল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন বলেন, সকাল পৌনে ৯টার দিকে লঞ্চটি উদ্ধার হয়েছে। এ সময় চার শিশুর লাশ উদ্ধার করা হয়। আরো নিখোঁজ আছে কিন সেটি খতিয়ে দেখা হচ্ছে। এর আগে লঞ্চডুবির পর দুজন নারীসহ অন্তত ১৪ জনের লাশ উদ্ধারের খবর নিশ্চিত করেছিল পুলিশ।

বুধবার দুপুরে বানারীপাড়া থেকে এমএল ঐশী নামের একটি লঞ্চ উজিরপুর যাওয়ার পথে সন্ধ্যা নদীর দাশেরহাটের মসজিদবাড়ি ঘাটের কাছে ডুবে যায়। ৫০ জনের বেশি যাত্রী ছিল লঞ্চটিতে। আটজনের আত্মীয়-স্বজন তীরে অপেক্ষা করছেন তাদের নিখোঁজ স্বজনের খোঁজে। যার মধ্যে বরিশাল ফায়ার সার্ভিসের একজন সদস্য রয়েছেন যিনি গতকাল ওই লঞ্চে ছিলেন। বানারীপাড়া থেকে লঞ্চটি উজিরপুরের হাবিবপুর যাওয়ার পথে বুধবার বেলা ১২টার দিকে ডুবে যায়।

 


মন্তব্য