kalerkantho


নবীগঞ্জে যুবতির হাত-পা বাঁধা লাশ উদ্ধার

কালের কণ্ঠ অনলাইন   

২১ সেপ্টেম্বর, ২০১৬ ১১:৪৮নবীগঞ্জে যুবতির হাত-পা বাঁধা লাশ উদ্ধার

নবীগঞ্জ পৌর এলাকা থেকে নিখোঁজের ৩দিন পর হাত পা বাধা অবস্থায় অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। পরে থানায় গিয়ে লাশ সনাক্ত করেন ঐ যুবতির পরিবার।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, মঙ্গলবার নবীগঞ্জ পৌর শহর তলীর হবিগঞ্জ রোডের শাখা বরাক নদীর গরমুলিয়া ব্রীজের নিচে স্থানীয় লোকজন অল্প পানিতে ভাসমান অবস্থায় এশটি লাশ দেখতে পায়। এ খবর থানা পুলিশকে দিলে থানার ওসি আব্দুল বাতেনের নেত্বতে একদল পুলিশ ঘটনাস্থরে পৌছে লাশ উদ্ধার কওে থানায় নিয়ে যাওয়া হয়।

এদিকে গত ৩দিন যাবৎ নবীগঞ্জ শহরতলীর ধানশিড়ি এলাকার বিমল রায়ের যুবতি কন্যা তন্নী রায় (১৯) নিখোঁজ রয়েছিল। নবীগঞ্জ থানায় অজ্ঞাত লাশের খবর পেয়ে তন্নী রায়ের পরিবারের লোকজন থানায় গিয়ে সনাক্ত করেন ওই লাশ নিখোঁজ তন্নী রায়ের।

 


মন্তব্য