kalerkantho


নদী ও নৌপথ বাঁচানোর দাবিতে বরগুনায় মানববন্ধন

বরগুনা প্রতিনিধি    

২০ সেপ্টেম্বর, ২০১৬ ১৫:১৪নদী ও নৌপথ বাঁচানোর দাবিতে বরগুনায় মানববন্ধন

দিন দিন চাপ বাড়ছে সড়ক পথের ওপর। বাড়ছে সড়ক দুর্ঘটনার সংখ্যাও। সারা দেশে নারী ও শিশুসহ প্রতিদিন শত শত তাজা প্রাণ ঝরে পড়ছে এসব সড়ক দুর্ঘটনায়। পাশাপাশি সড়কপথে পণ্য পরিবহনে খরচ বেড়ে যাওয়ায় সব পণ্যের বাড়তি মূল্য গুণতে হচ্ছে সাধারণ মানুষের। এ পরিস্থিতি উত্তরণে 'সড়কের ওপর চাপ কমাও, নদী ও নৌপথ বাঁচাও'- এ স্লোগানকে সামনে রেখে যুগোপযোগী নৌপরিবহনের দাবিতে বরগুনায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয়রা।

বাংলাদেশ নদী পরিব্রাজক দল বরগুনা জেলা শাখার উদ্যোগে আজ মঙ্গলবার সকালে বরগুনা প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বিভিন্ন সংগঠনের দুই শতাধিক মানুষ অংশ নেন। এ সময় বরগুনার লঞ্চ মালিকদের সিন্ডিকেট ভেঙে  আধুনিক ও যুগোপযোগী নৌপরিবহন চালুর দাবি জানান নদী পরিব্রাজক দলের নেতৃবৃন্দ। 

বাংলাদেশ নদী পরিব্রাজক দল বরগুনা জেলা শাখার সভাপতি সোহেল হাফিজের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ নদী পরিব্রাজক দল বরিশাল বিভাগীয় সভাপতি জহির উদ্দিন মো. বাবর, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাসানুর রহমান ঝন্টু, বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ নদী পরিব্রাজক দল বরগুনা শাখার সাধারণ সম্পাদক মো. আবু জাফর সালেহ, উন্নয়ন সংগঠন অন্বেষার নির্বাহী পরিচালক শামসুদ্দিন সানু, বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি জাকির হোসেন মিরাজ, লোক বেতার স্টেশন ম্যানেজার মনির হোসেন কামাল, খেলাঘর বরগুনা জেলা শাখার সাধারণ সম্পাদক ও সাংবাদিক মুশফিক আরিফ, আরিফুর রহমান মারুফ, গোলাম কিবরিয়া পিন্টু প্রমুখ।

 


মন্তব্য