kalerkantho


লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

কালের কণ্ঠ অনলাইন   

২০ সেপ্টেম্বর, ২০১৬ ১০:৫৭লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

লালমনিরহাটের পাটগ্রামের ভারতীয় সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার দহগ্রাম সীমান্তে এই ঘটনা ঘটে। নিহত হজরত আলী উপজেলার দহগ্রাম ইউনিয়নের ফকিরপাড়ার আমির হোসেনের ছেলে।
 
বিজিবি-১৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহমেদ বজলুর রহমান হায়াতী জানান, কয়েকজন বাংলাদেশি অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে গরু আনতে গেলে বিএসএফ গুলি করে। গুলিতে হজরত আলীর মৃত্যু হয়। লাশ ফেরত চেয়ে চিঠি পাঠানো হয়েছে।

 


মন্তব্য