kalerkantho


মুন্সীগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

কালের কণ্ঠ অনলাইন   

১৯ সেপ্টেম্বর, ২০১৬ ১৫:৪৬মুন্সীগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

ঢাকা-মাওয়া মহাসড়কে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া এলাকায় যাত্রীবোঝাই দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৫ জন। এদের কারও নাম-পরিচয় জানা যায়নি। আজ সোমবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।

ঢাকাগামী প্রচেষ্টা পরিবহনের একটি যাত্রীবোঝাই বাসের সঙ্গে বিপরীতমুখী মাওয়াগামী গাংচিল পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষে হতাহতের এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিনজন ঘটনাস্থলে ও একজন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান।

দুর্ঘটনার পর মহাসড়কে এক ঘণ্টার মতো যান চলাচল বন্ধ ছিল। দুর্ঘটনার কথা স্বীকার করে মুন্সীগঞ্জের সহকারী পুলিশ সুপার (সার্কেল) সামসুজ্জামান বাবু জানান, রেকার দিয়ে দুর্ঘটনাকবলিত বাস দুটি সরানোর পর বর্তমানে গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে।

 


মন্তব্য