kalerkantho


মাগুরায় পিকআপের চাপায় বিদ্যুৎ কর্মচারীসহ নিহত ২

মাগুরা প্রতিনিধি    

১৯ সেপ্টেম্বর, ২০১৬ ১৪:১৫মাগুরায় পিকআপের চাপায় বিদ্যুৎ কর্মচারীসহ নিহত ২

মাগুরায় সড়ক দুর্ঘটনায় পল্লী বিদ্যুতের এক কর্মচারীসহ দুইজন নিহত হয়েছেন। আজ সোমবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের মাগুরা শহরতলীর পানান্দুয়ালী বেপারীপাড়া মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন যশোরের বালিয়াপাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে মাগুরা পল্লী  বিদ্যুতের মেসেঞ্জার ইব্রাহিম আলী (৩৫) ও মাগুরা সদরের পারনান্দুয়ালী মোল্লাপাড়া গ্রামের মকবুল বিশ্বাসের ছেলে চা দোকানি আব্দুল কুদ্দুস (৬০)।

সদর থানার এসআই রিয়াদুল ইসলাম জানান, সকাল ৮টার দিকে ইব্রাহিম ও কুদ্দুস হাইওয়ে সড়ক দিয়ে পৃথকভাবে সাইকেলে চালিয়ে মাগুরা শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে দ্রুতগতির একটি পিকআপ ভ্যান তাদেরকে চাপা দেয়। গুরুতর  অবস্থায় ইব্রাহিম ও কুদ্দুসকে সদর হাসপাতালে নেওয়া হলে কিছুক্ষণের মধ্যে তাদের দুইজনের মৃত্যু হয়। এ ব্যাপারে সদর থানায় মামলা হয়েছে।

অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাদের মৃত্যু হয়েছে বলে মাগুরা সদর হাসপাতালের চিকিৎসক ডা. চিত্ত রঞ্জন জানিয়েছেন।

 


মন্তব্য