kalerkantho

সোমবার । ৫ ডিসেম্বর ২০১৬। ২১ অগ্রহায়ণ ১৪২৩। ৪ রবিউল আউয়াল ১৪৩৮।


মাগুরায় পিকআপ ভ্যানের চাপায় নিহত ২

কালের কণ্ঠ অনলাইন   

১৯ সেপ্টেম্বর, ২০১৬ ১০:৪৪মাগুরায় পিকআপ ভ্যানের চাপায় নিহত ২

মাগুরা জেলার পারনান্দুয়ালী এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় আব্দুল কুদ্দুস (৬০) ও ইব্রাহীম (৩৫) নামে দুই ব্যক্তি নিহত হয়েছেন। মাগুরা-ফরিদপুর মহাসড়কের পারনান্দুয়ালী এলাকায় সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইব্রাহীম যশোর বাদিয়াটোলা গ্রামের আব্দুস সালেকের ছেলে। তিনি মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতিতে ম্যাসেঞ্জার পদে কর্মরত ছিলেন। অপর নিহত আব্দুল কুদ্দুস পারনান্দুয়ালী গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে।

মাগুরা সদর থানার এসআই রিয়াদুল ইসলাম জানান, মাগুরা-ফরিদপুর মহাসড়কে যশোরগামী দ্রুতগতির একটি পিকআপ ভ্যান দুই সাইকেল আরোহীকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় গুরুতর আহত অবস্থায় তাদেরকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৮টার দিকে ইব্রাহীম ও পৌনে ৯টার দিকে আব্দুল কুদ্দুস মারা যান।

 


মন্তব্য