ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় মো. ধন মিয়া (৩৫) নামে সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন যাত্রী ও অটোরিকশার চালক। আজ রবিবার বেলা সাড়ে তিনটার দিকে সরাইল উপজেলা সদরের পশ্চিম কুট্টাপাড়া এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সিএনজিচালিত অটোরিকশাটি যাত্রী নিয়ে বড়েতলা বাসস্ট্যান্ড থেকে সরাইল বিশ্বরোড মোড়ের দিকে যাচ্ছিল। বেলা সাড়ে তিনটার দিকে যাত্রীবাহী একটি বাস পেছন থেকে অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলে ধন মিয়া নিহত হন এবং আহত হন অটোরিকশার চালক মিজান মিয়া (৩৫), যাত্রী লিয়াকত আলী (২৭), জিহান মিয়া (৬) ও অজ্ঞাতনামা একজন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে নেওয়ার পর অবস্থার অবনতি হলে লিয়াকত ও জিহানকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনার সত্যতা স্বীকার করে সরাইল বিশ্বরোড মোড় হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. আবদুল হক বলেন, বাসটি আটক করা হয়েছে। তবে চালক পলাতক। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সীমান্তে সেনা, অস্ত্রের মহড়া মিয়ানমারের