kalerkantho


বান্দরবানে নদীতে ডুবে যাওয়া শিক্ষকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান   

১৮ সেপ্টেম্বর, ২০১৬ ১৭:২০বান্দরবানে নদীতে ডুবে যাওয়া শিক্ষকের মরদেহ উদ্ধার

বান্দরবানে নদীতে ডুবে যাওয়া কলেজ অধ্যাপকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার সকাল সাড়ে ৯টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরিরা ডুবে যাওয়ার পয়েন্ট থেকেই অধ্যাপক তৌফিক সিদ্দিকীর (৪৮) মরদেহ খুঁজে পায়। বর্তমানে তার মরদেহ বগুড়ায় নিয়ে যাওয়া হচ্ছে। গতকাল শনিবার বিকেলে বান্দরবানের শংখ নদীতে গোসল করতে নেমে ডুবে যান তিনি।
 
জানা গেছে, বগুড়া আজিজুল হক সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা সাহিত্যের অধ্যাপক তৌফিক সিদ্দিকী তার স্ত্রীসহ ১৭ সদস্যদের একটি পর্যটক নিয়ে গতকাল শনিবার সকালে রুমা বাজার হয়ে রিজুক ঝর্ণা দেখতে আসেন। বিকেল সাড়ে ৩টার দিকে শংখ নদীর রিজুক ঝর্ণামুখে তিনি গোসল করতে নেমে ডুবে যান।
 
এ ব্যাপারে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, অধ্যাপকের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে বিকেল পৌনে ৩টায় মরদেহটি বান্দরবানে পৌঁছানোর পর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই অধ্যাপক তৌফিক সিদ্দিকীর মরদেহ হস্তান্তর করা হয়।
 
এদিকে অধ্যাপক তৌফিক সিদ্দিকীর মৃত্যুতে বান্দরবানসহ চট্টগ্রাম অঞ্চলের শিক্ষক সমাজে শোকের ছায়া নেমে আসে।
তার মরদেহ দেখার জন্যে বান্দরবান ট্রাফিক মোড়ে শত শত জনতা ভীড় জমায়।


মন্তব্য