kalerkantho


চট্টগ্রামে মাকে হত্যায় ছেলের বিরুদ্ধে মামলা

কালের কণ্ঠ অনলাইন   

১৮ সেপ্টেম্বর, ২০১৬ ১৫:০৩চট্টগ্রামে মাকে হত্যায় ছেলের বিরুদ্ধে মামলা

চট্টগ্রাম মহানগরীর গোসাইলডাঙ্গা বারিক বিল্ডিং মোড় এলাকায় অসুস্থ মাকে জবাই করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত ছেলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শনিবার মধ্যরাতে বাবা সুখময় চৌধুরী বাদী হয়ে ছেলে সুমিত চৌধুরীর বিরুদ্ধে এ মামলা দায়ের করেন। সুমিত বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পুলিশি হেফাজতে রয়েছেন।

বন্দর থানার ওসি এ কে এম মহিউদ্দিন সেলিম বলেন, গতকাল মাকে জবাই করে হত্যার ঘটনায় বাবা বাদী হয়ে ছেলে সুমিত চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। সুমিত বর্তমানে পুলিশ প্রহরায় চট্টগ্রাম মেডিক্যালে চিকিৎসাধীন রয়েছেন। সুমিতদের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার আমিলাইষ ইউনিয়নে। তাঁর বাবা সুখময় চৌধুরী আয়কর আইনজীবী।

তার পরিবার চট্টগ্রামের বন্দর থানা এলাকার বারেক বিল্ডিং মোড় এলাকার 'সাসটেইন সরকার টাওয়ার' নামের একটি ভবনের তৃতীয় তলার ফ্ল্যাটে ভাড়া থাকলেও তিনি একা ঢাকায় থাকেন। বড় ভাই সোমনাথ চৌধুরী চট্টগ্রামের হাজী মুহাম্মদ মহসিন কলেজে ব্যবসায় প্রশাসন বিভাগের ছাত্র। শনিবার দুপুরে সুমিত তার অসুস্থ মা কুমকুম চৌধুরীকে নিজ বাসায় বটি দিয়ে জবাই করে হত্যার পর নিজেও আত্মহত্যার চেষ্টা চালায়।

 


মন্তব্য