kalerkantho


রংপুরে ২২ মাস বয়সী শিশুর মৃতদেহ উদ্ধার

কালের কণ্ঠ অনলাইন   

১৮ সেপ্টেম্বর, ২০১৬ ১২:৪৫রংপুরে ২২ মাস বয়সী শিশুর মৃতদেহ উদ্ধার

রংপুরে আলিফা নামে ২২ মাস বয়সী এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার ভোরে দর্শনার কিসামত বিশা মানদাই গ্রাম থেকে মৃতদেহ উদ্ধার করা হয়। রংপুর কোতোয়ালি থানার ওসি এ বি এম জাহিদুল ইসলাম বিষয়টি জানান।

তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শিশুটির মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে প্রাথমিকভাবে হত্যার কারণ জানা যায়নি।

তিনি আরও বলেন, এ ঘটনায় শিশুটির নানি বাদী হয়ে রংপুর কোতোয়ালি থানার নিহত শিশুর বাবা দুদুসহ সাতজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। এ হত্যার সঙ্গে জড়িত শিশুটির বাবা ও আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে বলেও জানান তিনি।

 


মন্তব্য