kalerkantho


বান্দরবানে ঝরনায় নিখোঁজ সেই শিক্ষকের লাশ উদ্ধার

কালের কণ্ঠ অনলাইন   

১৮ সেপ্টেম্বর, ২০১৬ ১২:০৫বান্দরবানে ঝরনায় নিখোঁজ সেই শিক্ষকের লাশ উদ্ধার

বান্দরবানের রুমায় রিজুক ঝরনায় সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ কলেজশিক্ষক তৌফিক সিদ্দিকীর লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার সকালে সাড়ে ৯টার দিকে ঝরনা থেকেই তার লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করে রুমা থানার ওসি শরিফুল ইসলাম জানান, রিজুক ঝরনার পানিতে যেখানে নিখোঁজ হয়েছিলেন শিক্ষক। সে ঘটনাস্থলেই মৃতদেহটি পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য লাশ বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

জানা গেছে, শনিবার বগুড়া আজিজুল হক কলেজের বাংলা বিভাগের শিক্ষক তৌফিক সিদ্দিকী তার পরিবারসহ ১৭ জন জেলার রুমা উপজেলার দর্শনীয় স্থান রিজুক ঝরনা ভ্রমণে যান। ঝরনায় গোসল করতে নেমে সাঁতার কাটার সময় পানিতে ডুবে নিখোঁজ হন তিনি। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশসহ স্থানীয়রা দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পরও শনিবার তাকে উদ্ধার করতে পারেনি।


মন্তব্য