kalerkantho


লাকসামে মাইক্রোবাস খাদে পড়ে তিন শিশুসহ নিহত ৫

কালের কণ্ঠ অনলাইন   

১৮ সেপ্টেম্বর, ২০১৬ ০৮:৫৯লাকসামে মাইক্রোবাস খাদে পড়ে তিন শিশুসহ নিহত ৫

কুমিল্লার লাকসাম উপজেলার চিলনিয়া এলাকায় মাইক্রোবাস খাদে পড়ে তিন শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। আজ রবিবার সকাল সোয়া ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় আহত হয়েছেন আরো দুজন। লালমাই হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট খলিল মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তবে তিনি তাৎক্ষণিকভাবে নিহতদের বিস্তারিত পরিচয় জানাতে পারেননি। 

লাকসাম থানার ওসি আবদুল্লাহ আল মাহফুজের ভাষ্য, ঘটনাস্থলে একজন শিশু, একজন পুরুষ ও একজন নারী মারা যান। লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশুর মৃত্যু হয়। আহত আরও দুজনকে সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে। হতাহত ব্যক্তিদের পরিচয় এখনো জানা যায়নি।

 


মন্তব্য