kalerkantho


বান্দরবানের শংখ নদীতে ডুবে অধ্যাপক নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান   

১৭ সেপ্টেম্বর, ২০১৬ ১৯:৫৫বান্দরবানের শংখ নদীতে ডুবে অধ্যাপক নিখোঁজ

বান্দরবানের শংখ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছেন বগুড়া আজিজুল হক বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা ভাষা ও সাহিত্যের শিক্ষক তৌফিক আহমদ (৩৮)। শনিবার ১৭ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে রুমা উপজেলার রিজুক ঝর্ণামুখ এলাকায় এ ঘটনা ঘটে।

রুমার স্থানীয় সুত্র জানায়, নিখোঁজ অধ্যাপক শনিবার তিনি পরিবারের সদস্যদের নিয়ে সকালে রুমা বাজার হয়ে রিজুক ঝর্ণা দেখতে আসেন। বিকেল সাড়ে ৩টার দিকে শংখ নদীর রিজুক ঝর্ণামুখে তিনি গোসল করতে নেমে ডুবে যান।

রুমা থানা সুত্র জানায়, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়েছেন। স্থানীয় ডুবুরিদের মাধ্যমে নিখোঁজ পর্যটককে উদ্ধার করার চেষ্টা চলছে।

বান্দরবান ফায়ার সার্ভিস সুত্র জানায়, নিখোঁজ পর্যটককে খুঁজতে চট্টগ্রাম থেকে ৪ জন ডুবুরিকে নিয়ে আসা হচ্ছে। রাতেই তারা ঘটনাস্থলে পৌঁছুবেন বলে আশা করা হচ্ছে। শনিবার রাত সোয়া ৭টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বিস্তারিত আর কোন তথ্য জানা যায় নি।


মন্তব্য